সাংবাদিক ইসুদান গড়বিকে গুজরাটের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বেছে নিল আপ

Spread the love

পাঞ্জাবের অংকে এবার গুজরাটে বড় ঘোষণা করে দিলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গুজরাট নির্বাচনকে মাথায় রেখে গুজরাটের ভূমিপুত্র প্রাক্তন সাংবাদিক তথা টেলিভিশন সঞ্চালক ইসুদান গড়বিকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করলেন তিনি। গতবছর জুন মাসে আপে যোগ দিয়েছিলেন ৪০ বছর বয়সী এই সাংবাদিক।

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে মিসকল ও এসএমএসের মাধ্যমে মুখ্যমন্ত্রী মুখ বেছে নেওয়ার দায়িত্ব জনসাধারণের উপর ছেড়েছিল আপ। সেই পথে হেঁটে গুজরাটেও ইমেল ও এসএমএসের মাধ্যমে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বেছে নেওয়া হলো ইসুদান গড়বিকে। অরবিন্দ কেজরিওয়াল। ইসুদান গড়বি ছাড়াও আম আদমি পার্টির গুজরাট ইউনিটের প্রধান গোপাল ইটালিয়া ছিলেন মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে। ইটালিয়াকে বিপুল ব্যবধানে হারিয়ে দেন ইসুদান। তিনি পান প্রায় ৭৩ শতাংশ ভোট।

ইসুদান গুজরাটে একজন স্বচ্ছ ভাব মূর্তি সম্পন্ন নেতা। দীর্ঘদিন সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি। কৃষক পরিবারের সন্তান ইসুদানের স্বচ্ছ ভাব মূর্তিকে হাতিয়ার করে গুজরাট নির্বাচনে বাজি মারতে চাইছে আম আদমি পার্টি। অবশ্য সাম্প্রতিক সময়ে গুজরাটে আপ হাওয়া বেশ প্রবল। এদিকে মোরবির দুর্ঘটনা বিজেপির বেহাল পরিস্থিতির মাঝে গোদের ওপর বিষফোঁড়া অবস্থা। ২৭ বছর গুজরাটে ক্ষমতায় থাকলেও শেষ নির্বাচনে অত্যন্ত কম ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিকবার মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে এখানে। এদিকে ক্ষমতায় এলে রাজ্যের মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা ও উন্নত চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আপ। সব মিলিয়ে পাঞ্জাবের পর দেশের একেবারে পশ্চিম সীমান্তে পালা বদলের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*