ঘূর্ণিঝড় গুলাব গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গত কয়েক ঘণ্টায় তা পশ্চিম দিকে সরে গিয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই ঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি চলবে অন্ধ্র ও ওড়িশায়। এখনও অবধি এই দুই রাজ্যে উপকূল এলাকায় রয়েছে কড়া সুরক্ষা ব্যবস্থা। এ রাজ্যে বড়সড় অভিঘাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
ঠিক ৪ মাস আগে, ওড়িশার ধামড়ার কাছে ১৩৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলিকে কাঁপিয়ে গতবছরের ২০ মে, ঘণ্টায় ১৩৩ কিলোমিটারের গতিতে তাণ্ডব চালায় আমফান। এবার চোখ রাঙাচ্ছে ‘গুলাব’। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯৫ কিলোমিটার।
গুলাব শক্তি কমালেও কলকাতা-সহ অন্য জেলাতেও দু’ এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাবে প্রবেশ করবে। এর জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
Be the first to comment