শুক্রবার রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গুলাম নবী আজাদ ও সাইফুদ্দিন সোজের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ আনা হয়েছে। ভারতীয় সেনবাহিনীর বিরুদ্ধে বিদ্বষমূলক মন্তব্য করার জন্যই এই অভিযোগ দায়ের করা হয়েছে। নিউ দিল্লির শশীভূষণ নামের এক আইনজীবী পাতিয়ালা হাউজ কোর্টে এই অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত কয়েকদিন আগেই সেনাবাহিনীর সন্ত্রাস দমন কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, সন্ত্রাস দমনের নাম সাধারণ মানুষই সবচেয়ে বেশি মরছে জওয়ানদের হাতে। অন্যদিক, কংগ্রেস নেতা সাইফুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি বলেছিলেন কাশ্মীরবাসী স্বাধীনতা চায়। উভয় নেতার বিরুদ্ধেই ইন্ডিয়ান পেনাল কোডের বিভিন্ন ধারা অনুযায়ী কুৎসা, ষড়যন্ত্র ও ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। দেশে থেকে দেশের সেনাবাহিনীর নামে বদনাম ছড়ানো দেশদ্রোহীতার চেয়েও কোনও অংশে কম নয় বলে দাবি করেন শশীভূষণ। শনিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে।
Be the first to comment