টাকা দিয়ে কাশ্মীরিদের সঙ্গে ছবি তুলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৃহস্পতিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। আজই জম্মু-কাশ্মীর যাচ্ছেন কংগ্রেস সাংসদ। যদিও তাঁকে শ্রীনগর বিমানবন্দরে আটকানো হবে বলে খবর। এদিন বিমানবন্দরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাশ্মীরের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটা রাজ্যকে দেশের মানচিত্র থেকে মুছে দিল। স্বাধীনতার আগে ও পরে সবচেয়ে বড় রাজ্য ছিল জম্মু ও কাশ্মীরই। সেই রাজ্যকে আজ কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হচ্ছে, যা লজ্জার। এই সরকারের ভাবনাটা লজ্জার। একটা রাজ্যের পরিচিতি নষ্ট করে দিল।
তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা ক্ষুব্ধ। তাদের দুঃখ, বেদনায় সামিল হতেই আমি যাচ্ছি। টেলিফোন বন্ধ, ইন্টারনেট বন্ধ, সব বন্ধ। এটা এই প্রথম হল যে কোনও রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল বানাতে কারফিউ জারি করতে হল। ২২টি জেলায় কারফিউ জারি । আইন তৈরিতে কারফিউ? কোনও দেশে শুনেছেন?
এদিকে বুধবারই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে শোপিয়ানের রাস্তায় স্থানীয়দের সঙ্গে রাস্তায় কথা বলতে দেখা যায়। পাশাপাশি রাস্তার পাশেই দুপুরের খাবারও খান তিনি। এই বিষয়ে প্রশ্নের জবাবে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদ বলেন, আপনি টাকা দিলে যে কাউকে আপনার সাথে পাবেন ।
Be the first to comment