সমস্ত অপেক্ষার অবসান। মুক্তি পেলো সৃজিত মুখার্জি পরিচালিত ‘গুমনামি’-এর ট্রেলার। রবিবার মুক্তির পরই সোশাল মিডিয়ায় তীব্র সাড়া ফেলেছে ট্রেলারটি। SVF প্রযোজিত এই থ্রিলারে গুমনামি বাবাকে ঘিরে তৈরি মিথকে আবিষ্কার করা হয়েছে। গুজব ছড়ায় ১৯৭০-এর সময়ে উত্তরপ্রদেশে গুমনামি বাবার ছদ্মবেশে লুকিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ট্রেলারের শুরুতে দেখা যায়, মুখার্জি কমিশনের অধিবেশন চলছে । যিনি বিশ্বাস করেন ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি বোসের। অনির্বাণ ভট্টাচার্যকে পরামর্শ দিতে দেখা যায় ট্রেলারে। তিনি জানান, জীবনের শেষ দিনগুলিতে সন্ন্যাস হয়ে গিয়েছিলেন নেতাজি। এসবের প্রমাণও তিনি দিতে পারবেন বলে দাবি করেন। তাঁর কথা শুনে ঠাট্টা করে সকলে। তাঁকে একজন চিত্রনাট্যকার হওয়ারও পরামর্শ দেওয়া হয়। ২ মিনিট ১৬ সেকেন্ডের এই ভিডিয়োতে ইঙ্গিত দেওয়া হয় যে, গুমনামি দু’টি সময়ে চলছে -এক, বোসের মৃত্যুর পরের ঘটনাগুলিকে পরীক্ষা ও অন্যটি, মুখার্জি কমিশনর শুনানিতে ফোকাস করা।
ট্রেলারে নেতাজির রেজিমেন্টাল কুইক মার্চ ‘কদম কদম বাড়ায়ে যা’-কে ব্যাকগ্রাউন্ড সাউন্ডট্র্যাক হিসেবে ব্যবহার করা হয়। অনির্বাণের এইভাবে বোসের বিষয়ে কথা বলায় কমিশনের তরফে প্রশ্ন করা হয় তিনি কোন রাজনৈতিক দলের সদস্য। উত্তরে তিনি জানান, তিনি নেতাজির আজাদ হিন্দ ফৌজের সদস্য।
দেখুন ট্রেলার-
Be the first to comment