জ্বলন্ত গাড়ি ছুটছে ফ্লাইওভার দিয়ে! সটান গিয়ে মুখোমুখি ধাক্কা মারল অটোয়। চার পাশে ভয়ে পালাচ্ছেন লোকজন। ‘দ্য বার্নিং ট্রেন’ সিনেমার কথা মনে পড়ে গেলেও, এ দৃশ্য কোনও সিনেমার নয়। বুধবার রাতে বাস্তবেই এমনটা ঘটল হরিয়ানার গুরুগ্রামের একটি উড়ালপুলে।
কেউই ঠিক বুঝে উঠতে পারছিলেন না, কী ভাবে চলছে জ্বলন্ত গাড়িটা৷ সেটি ধেয়ে আসতে থাকে৷ একটি অটো মুখোমুখি হয়ে যায় গাড়িটির৷ এর পরেই অটোচালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেন৷ তিনি বেঁচে যান৷ বেঁচে যায় তাঁর অটোটিও৷ কিন্তু সমস্যায় পড়েন তার ঠিক পিছনে যে অটোটি ছিল৷ সেই অটোচালক প্রাণ বাঁচানোর তাগিদে অটো ফেলে পালান৷ এরপরই জ্বলন্ত গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে অটোটিকে৷
অটোটি পিছনে গড়াতে শুরু করে৷ এর পরেই সেই অটো চালক ছুটতে শুরু করেন নিজের অটো বাঁচাতে৷ পথচলতি মানুষজন বুঝতেও পারছিলেন না, জ্বলন্ত গাড়ির ভিতরে লোক আছে কি না৷ সকলেই ভেবেছিলেন গাড়ি চলন্ত অবস্থায় রয়েছে মানে তার ভিতরে ড্রাইভার নিশ্চয়ই রয়েছে৷ এবং তিনি গাড়ি চালাতে চালাতেই আগুন ধরে গিয়েছে গাড়িটিতে৷
এই পর্যন্তই রেকর্ডিং করা ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই তোলপাড় শুরু হয়৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় জ্বলন্ত ও চলন্ত গাড়ির ভিডিও৷ পরে জানা গিয়েছে, গাড়িতে কোনও চালক ছিলেন না৷ কিন্তু সকলেই অবাক, চালক ছাড়াই গাড়িটি কী ভাবে চলছিল৷ অনেকে বলছেন আগুন লাগার ফলে গাড়ি গরম হয়ে গিয়ে প্রেশার তৈরি করেছিল এবং সেই কারণেই সেটি চালক ছাড়াই চলতে শুরু করে।
জানা গিয়েছে, গাড়িটির মালিক রাকেশ তাঁর বন্ধু ও তাঁদের পরিবারকে দিওয়ালীর উপহার দিতে গাড়িটি নিয়ে বেরিয়েছিলেন৷ তিনি ফ্লাইওভারে ওঠার পর গাড়িটিতে আগুন ধরে যায়৷ এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই৷
Be the first to comment