প্রয়াত প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত

Spread the love

প্রয়াত হলেন প্রাক্তন বাম সাংসদ গুরুদাস দাসগুপ্ত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন অনেকদিন ধরে। বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পশ্চিমবঙ্গের CPI সেক্রেটারি স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, আজ সকাল ছ’টা নাগাদ কলকাতায় নিজের বাড়িতে তিনি মারা যান। শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে নিজের পদ থেকেও সরে গিয়েছিলেন ৷

গুরুদাস দাসগুপ্ত জন্মগ্রহণ করেন ১৯৩৬ সালের ৩ নভেম্বর ৷ CPI এই নেতা ১৯৮৫ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ৷ ২০০১ সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (AITUC) সাধারণ সম্পাদক নির্বাচিত হন ৷ ২০০৪ সালে লোকসভা নির্বাচনে পাঁশকুড়া থেকে জয়ী হন তিনি ৷ ২০০৯ সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন ৷

গুরুদাস দাশগুপ্তর মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, CPI নেতা গুরুদাস দাশগুপ্তর মৃত্যুতে দুঃখিত। সংসদ সদস্য ও ট্রেড ইউনিয়ন নেতা হিসাবে তাঁর অবদানের জন্য তাঁকে সবাই মনে রাখবে। তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।

তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তিনি টুইট করেন, বর্ষীয়ান নেতা গুরুদাস দাশগুপ্তর মৃত্যু দেশের জন্য একটা বড় ক্ষতি ৷


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*