পাহাড় পরিস্থিতি নিয়ে বিমল গুরুংপন্থী নেতাদের সঙ্গে বৈঠক করল কেন্দ্রীয় সরকার। দিল্লিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব রাজীব গৌবার সঙ্গে বৈঠক করে পাহাড় পরিস্থিতি সম্পর্কে জানান গুরুংপন্থী মোর্চা নেতারা। মোর্চার তরফে এই বৈঠকে নেতৃত্ব দেন লোপসেং ইয়োলমো। ছিলেন কালিম্পঙের বিধায়ক সরিতা রাই, কর্নেল রমেশ আলে এবং অন্য নেতারা।
এক প্রেস বিবৃতিতে মোর্চা নেতা রোশন গিরি জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসু হয়েছে। বৈঠকের বিষয়ে কালিম্পঙের বিধায়ক সরিতা রাই বলেন, “পাহাড়ে রাজনৈতিক দাবিদাওয়া রয়েছে। তা একমাত্র রাজনৈতিকভাবেই আলোচনা সম্ভব। পৃথক রাজ্যের দাবি নিয়ে আমরা কথা বলেছি। আগামী নভেম্বরের মধ্যে রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে। আশা করছি কেন্দ্রীয় সরকার বৈঠক ডাকবে। আমরা আলোচনার আশ্বাস পেয়েই বনধ তুলেছিলাম। তাই দাবিদাওয়া নিয়ে দ্রুত আলোচনা শুরু হোক।
সরিতা রাই বলেন, “পৃথক গোর্খাল্যান্ডের জন্য ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে আমাদের দাবিতে কেন্দ্রীয় সরকার সম্মত হয়েছে। এটি একটি রাজনৈতিক সমস্যা এবং আমরা এটি রাজনৈতিকভাবে সমাধান চাই। আমাদের নিয়মিত অনুরোধের পর আজ স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি আমাদের জন্য একটি খুশির মুহূর্ত যে আজ থেকে আলোচনা শুরু হয়েছে এবং এই পথের মাধ্যমেই আমরা কেন্দ্রীয় সরকারের থেকে সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধান চাই।”
তিনি আরও বলেন, “পাহাড়ে কয়েক হাজার গোষ্ঠী বাড়ি ছেড়ে জঙ্গলে রয়েছে। আমরা খুব চিন্তিত যে তারা না অন্য কোনও গ্রুপের দ্বারা অপব্যবহৃত হয়ে যায়। তাই আমরা কেন্দ্রকে ওই এলাকায় ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর অনুরোধ জানিয়েছি। কারণ এর মাধ্যমেই একামাত্র বাস্তবতাকে জানতে পারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন।
সরিতা রাই বলেন, “কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে আমার অনুরোধ এগিয়ে এসে এই অঞ্চলের বাসিন্দাদের সমস্যা সমাধান করতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি ও স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করছেন।
Be the first to comment