গুটখা কেলেঙ্কারিতে এবার তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশের ডিজি’র বাড়িতে হানা দিলো সিবিআই

Spread the love
গুটখা কেলেঙ্কারিতে’ এ বার তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশের ডিজি’র বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সকাল ৭ টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুটি দল তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়বাস্কর ও তামিলনাড়ু পুলিশের ডিরেক্টর জেনারেল টি কে রাজেন্দ্রনের বাড়িতে হানা দেন। এ ছাড়াও শহরের আরও ৪০ টি জায়গায় এক সঙ্গে হানা দেয় সিবিআইয়ের দল।
স্বাস্থ্যমন্ত্রী ও ডিজি ছাড়াও প্রাক্তন ডিজিপি এস জর্জ ও অন্যান্য কিছু পিলিশ অফিসারের বাড়িতে হানা দেয় সিবিআই। এই কাজে সিবিআইয়ের সঙ্গে ছিলেন খাদ্য নিরাপত্তা দফতর ও আইকর দফতরের আধিকারিকরা। বুধবার সকাল ৭ টা থেকে শুরু হয় এই অভিযান। সিবিআই আধিকারিকরা এই সমস্ত বাড়িতে হানা দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। অবশ্য ঠিক কী কী সূত্র পাওয়া গিয়েছে তা এখনও জানাননি তদন্তকারী অফিসারেরা
প্রসঙ্গত, ২০১৭ সালের ৮ জুলাই প্রথম এই ‘গুটখা কেলেঙ্কারির’ ঘটনা সামনে আসে। জানা যায় তামিলনাড়ুর এক গুটখা ও পানমশলা প্রস্তুতকারক সংস্থা আইকরে প্রায় ২৫০ কোটি টাকার কারচুপি করেছে। এই প্রসঙ্গেই আইকর দফতরের আধিকারিকরা ওই গুটখা প্রস্তুতকারক সংস্থার গোডাউনে হানা দেন। ২০১৩ সাল থেকে ওই গুটখা ও পান মশলা বিক্রি তামিলনাড়ুতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।
এই হানার সময় আইকর দফতরের আধিকারিকরা একটি ডাইরি খুঁজে পান। সেখানে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিদের নাম লেখা ছিল, যাদের ওই গুটখা কোম্পানির মালিক ব্যবসা চালানোর জন্য অনেক টাকা দিয়েছিলেন। ২০১৮ সালের এপ্রিল মাসে মাদ্রাজ হাইকোর্ট তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেন। সেই তদন্তের খাতিরেই বুধবার সকালে সিবিআই হানা দেয় বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*