বাংলা জুড়ে এবার গুটখা ও তামাক নিষিদ্ধ ঘোষণা করলো রাজ্য ৷ ফুড সেফটি কমিশনারের পক্ষ থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে ঘোষণা করা হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে এ রাজ্যে গুটখা, পানমশলা, ও তামাক প্রকাশ্যে উৎপাদন, বিক্রি করা যাবে না ৷
উল্লেখ্য, ৭ নভেম্বর জাতীয় ক্যানসার সচেতনতা দিবস ৷ তামাক, গুটখা সেবনের ফলে ক্যানসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৷ তাই এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা জারি করার দিন হিসেবে ৷ তবে এই নিষেধাজ্ঞা চিরকালীন নয়। মাত্র এক বছরের জন্য। এমনই লেখা হয়েছে ওই নির্দেশিকায়। আগামী বৃহস্পতিবার থেকে এক বছর সময়ের জন্য রাজ্যে গুটখা বা পানমশলার উৎপাদন, মজুত এবং বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য নিরাপত্তা আধিকারিক তপন কান্তি রুদ্র।
Be the first to comment