যারা গোহত্যা ও গরু পাচার করতে গিয়ে ধরা পড়বে এভাবেই মরতে হবে তাদের। সোমবার একথাই বললেন রাজস্থানের আলোয়ার জেলার রামগড়ের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। তাঁর বক্তব্য, এ দেশে গরুকে সম্মান করা হয়। তারপরেও তাদের খুন করা হবে কেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আলোয়ারের পুলিশ জানিয়েছে, গরুবোঝাই একটি মিনি ট্রাক রামগড় আসছে বলে খবর পায় তারা। তা ঠেকাতে রাস্তায় ব্যারিকেড গড়ে তোলে পুলিশ। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে ট্রাকটি। স্থানীয় যাদব নগর গ্রামের মানুষ ট্রাকটি দেখতে পেয়ে তার ৩ সওয়ারিকে মারধর করেন। ২ জন পালিয়ে গেলেও ধরা পড়ে জাকির খান নামে একজন। গনঘোলাই দেওয়া হয় তাঁকে। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে, পা ও মাথায় চোট নিয়ে এখন সে হাসপাতালে চিকিৎসাধীন। ওই মিনি ট্রাক থেকে উদ্ধার হয় ৮টি বাছুর, তবে ২টি ততক্ষণে মারা গিয়েছিল।
Be the first to comment