মোট ৯৪ কোটি ৪২ লক্ষ টাকা ব্যাঙ্কের সার্ভার থেকে চুরি করল হ্যাকাররা

Spread the love

মোট ৯৪ কোটি ৪২ লক্ষ টাকা ব্যাঙ্কের সার্ভার থেকে চুরি করল হ্যাকাররা। তা-ও মাত্র দুই দিনে। স্বভাবতই এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে দেশের ব্যাঙ্কিং মহলে।

হ্যাকারদের এই আক্রমণের শিকার পুণের কসমস কোঅপারেটিভ ব্যাঙ্ক। শনিবার ও সোমবার পর্যায়ক্রমে এই ব্যাঙ্কের সার্ভারে আক্রমণ করে হ্যাকাররা। তারপর ব্যাঙ্ক থেকে টাকা সরিয়ে তুলে নেয় হংকং, কানাডা এবং ভারতের বেশ কিছু এটিএম থেকে।

ব্যাঙ্কের চেয়ারম্যান মিলিন্দ কালে জানিয়েছেন, তবে এর জন্য সরাসরি ক্ষতিগ্রস্ত হননি ব্যাঙ্কের কোনও গ্রাহক। হ্যাকাররা ব্যাঙ্কের এটিএম সুইচ-এ আক্রমণ করে ব্যাঙ্কের সমস্ত গ্রাহকের রূপে এবং ভিসা ডেবিট কার্ডের তথ্য চুরি করে। এর জন্য ব্যবহার করা হয়েছে ৪০০ ওপর জাল এটিএম কার্ড।

ব্যাঙ্ক সূত্রে খবর ব্যাঙ্কের বিভিন্ন ভিসাকার্ডে প্রায় ১২ হাজার জাল ট্র্যাঞ্জাকশন করে হ্যাকাররা প্রায় ৭৮ কোটি টাকা তুলে দেশের বাইরে পাঠিয়ে দেয়। এর মধ্যে বেশিরভাগ টাকাই পাঠানো হয় হংকংয়ে।

এছাড়াও প্রায় ২,৮৪৯টি জাল ট্রাঞ্জাকশন করে প্রায় আড়াই কোটি টাকা তুলে নেওয়া হয় দেশের বিভিন্ন এটিএম থেকে।

এরপরও থামেনি হ্যাকাররা। ব্যাঙ্ক কিছু করে উঠতে পারার আগেই, হংকং-এর হ্যানসেন ব্যাঙ্কে এএলএম ট্রেডিং নামের একটা অ্যাকাউন্টে সুইফট করে পাঠিয়ে দেওয়া হয় প্রায় ১৩ কোটি ৯২ লক্ষ টাকা। সেই টাকাও তুলে নেওয়া হয় প্রায় সঙ্গে সঙ্গেই।

এই জালিয়াতির খবর পেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুণের চতুরসিং থানায় এফআইআর দায়ের করেন।

১৯০৬ সালে প্রতিষ্ঠিত কসমস কোপারেটিভ ব্যাঙ্ক দেশের দ্বিতীয় পুরনো সমবায় ব্যাঙ্ক। এই ব্যাঙ্ককে মাল্টিস্টেট সিডিউলড ব্যাঙ্কের মর্যাদাও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*