মুম্বই সন্ত্রাস হামলার প্রধান অভিযুক্ত হাফিজ সইদের দল পাকিস্তানে নির্বাচনে লড়ছে। পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক সংসদে সইদের দল জামাত উদ দাওয়া মোট ২৬৫ প্রার্থী দাঁড় করাচ্ছে। ২৫ জুলাই ভোটগ্রহণ। নিষিদ্ধ লস্কর ই তৈবার প্রকাশ্য সংগঠন জামাত ঘোষণা করেছে, তারা পাকিস্তানকে ইসলামের দুর্গ তৈরি করবে। হাফিজের মাথার ওপর আমেরিকার ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা আছে। হাফিজ নিজে অবশ্য লড়ছে না। হাফিজের রাজনৈতিক দলের নাম মিল্লি মুসলিম লিগ।
তবে রাষ্ট্রসংঘের নির্দেশে সেই নামে আপত্তি জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। তাই নির্বাচন কমিশনে নথিভুক্ত আরেকটি দল আল্লাহু আকবর তেহরিকের নামে ভোট নামছে। তাদের সবার মনোনয়নপত্র গ্রাহ্য হয়েছে। প্রার্থীদের মধ্যে হাফিজের ছেলে হাফজ তাল্লা সইদ, জামাই হাফিজ খালিদ ওয়ালিদও রয়েছে। মার্কিন সন্ত্রাসবাদীদের তালিকায় থাকা জামাত উদ দৌলার আরেক প্রথম সারির সন্ত্রাসবাদী কারি মহম্মদ শেখ ইয়াকুবও ভোটে দাঁড়িয়েছে আল্লাহু আকবর তেহরিকের হয়ে।
Be the first to comment