মাসুদ আজহার, হাফিজ সইদ, দাউদ ইব্রাহিমকে জঙ্গি তকমা কেন্দ্রের

Spread the love

হাফিজ সইদ, মাসুদ আজহার, দাউদ ইব্রাহিমকে জঙ্গি হিসেবে ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার ৷ UAP(A) আইনের আওতায় তাদের জঙ্গির তকমা দেওয়া হয় ৷ নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় জমানার শুরুতেই পাশ হয়েছিল UAP(A) আইন ৷ এর আওতায় কোনও ব্যক্তিকে জঙ্গির তকমা দিতে পারে কেন্দ্র ৷ রাজ্যসভায় সংশোধনী বিলটি পাশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, শুধু সন্ত্রাসবাদী সংগঠন নয়, সন্ত্রাসবাদীদের চিহ্নিত করাও গুরুত্বপূর্ণ ৷ আর তার মাসখানেক পরেই সেই ঘোষণা মতো পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্র ৷

বুধবার লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদ, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার, দাউদ ইব্রাহিম, জাকি-উর-রেহমান লকভিকে জঙ্গি হিসেবে ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ UAP(A) আইনের ৩৫(১)(A) ধারা প্রয়োগ করে তাদের জঙ্গি তকমা দেওয়া হয়েছে ৷ আজ একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, কেন্দ্রীয় সরকারের বিশ্বাস, সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে মাসুদ আজহার ৷ উপরোক্ত আইনের আওতায় তাকে জঙ্গি হিসেবে ঘোষণা করা হচ্ছে ৷ ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ক্ষেত্রেও একই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

এছাড়াও ২০০০ সালে লালকেল্লা হামলা, ২০০৮ সালে রামপুর হামলা ও ২০১৫ সালে উধমপুরে বিএসএফ-এর কনভয়ে হামলা ঘটনায় জড়িত থাকার জন্য হাফিজকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে ৷ এদিকে, ২৬/১১ মুম্বই হামলায় জড়িত থাকার জন্য লকভিকে জঙ্গি হিসেবে ঘোষণা করলো স্বরাষ্ট্রমন্ত্রক ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*