অমৃতা ঘোষ মণ্ডল,
গরমের সময় আমাদের ত্বক এর সমস্যার জন্য অনেক রকম যত্ন নিতে হয়, তেমনই যত্নের অভাবে চুল হল একটা বিরাট সমস্যা৷
তাই আজ আমরা আবার চলে এসেছি রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিং ফ্লোরার কাছে…
উনি জানাচ্ছেন চুল ভাল রাখতে রোজ চুলে শ্যাম্পু করতে হবে৷ চুলে গরমে ঘাম হয় বলে খুসকি হওয়ার চান্স থেকে যায়৷ তাই হেয়ার টনিক ব্যবহার করতে হবে ৷ এর সাথে এস পি এফ সিরাম ব্যবহার করতে হবে অবশ্যই৷
এই সময় চুলের পি এইচ ব্যালান্সের ভাগ অনেক কমে যায় তাই প্রতি মাসে একটা করে হেয়ার স্পা করা খুব জরুরী৷ তার সাথে হেয়ার প্রোটিন প্যাক অবশ্যই লাগাতে হবে৷
ঘরোয়া পদ্ধতিতে ডিম,দই,মধু মিশিয়ে প্যাক বানিয়ে লাগান৷ এছাড়া প্রতি ২মাস অন্তর চুল কাটা অবশ্যই দরকার এতে চুলের গ্রোথ ভাল হয়৷ এর সাথে চুলে অ্যলোপেসিয় হেয়ার টনিক লাগাবেন৷ চুল ভাল থাকবে৷
Be the first to comment