হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টা, টলিপাড়ায় থ্রেট কালচারের অভিযোগ

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

 

টলিগঞ্জে স্টুডিও পাড়ায় কেশসজ্জা শিল্পীর কাজ বন্ধ করে দেওয়ায় অভিযোগ উঠল হেয়ার ড্রেসার গিল্ড ও ফেডারেশনের বিরুদ্ধে। কাজ না পেয়ে দেনার দায়ে জর্জরিত হয়ে গতকাল বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন এই হেয়ার ড্রেসার। এমনটাই অভিযোগ করেন তার পরিবার। এই ঘটনায় ১১ জনের বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছে হেয়ার ড্রেসার এর পরিবার। এই প্রসঙ্গে সম্প্রতি ফেডারেশনের সঙ্গে পরিচালকদের দ্বন্দ্ব মেটাতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। পরিচালকরা দাবি করেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কাউকে সাসপেন্ড বা বয়কট করা যাবে না। কিন্তু তারপরেও ফেডারেশনের বিরুদ্ধে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠায় টালিগঞ্জের সমস্ত অভিনেতা অভিনেত্রীরা এবং পরিচালকরা সরব হয়েছেন।
অনেক টানাপোড়নের পর কেশসজ্জা শিল্পীর অভিযোগ নিলো রিজেন্ট পার্ক থানা। এ বিষয়ে পরমব্রত চট্টোপাধ্যায় এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, গতরাত থেকে এফ আই আর দায়েরের চেষ্টা করা চলছিল। প্রথমে হরিদেবপুর থানায় যাওয়া হয় কিন্তু তারা অভিযোগ নিতে রাজি হননি।
এরপর রবিবার সকাল বেলা কেশসজ্জা শিল্পীর পরিবারের সদস্যদের নিয়ে রিজেন্ট পার্ক থানায় উপস্থিত হন এবং সাথে ছিলেন সুদীপা চক্রবর্তী , দামিনী বেণী বসু, এবং পরমব্রত চট্টোপাধ্যায় প্রমূখ। জানা যায় প্রথম দিকে কিছুতেই অভিযোগ নিতে রাজি হচ্ছিলেন না থানার কর্তব্যরত অফিসার। পরে অনেকটা সময় যাওয়ার পর লিখিত অভিযোগ নেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*