এবার মিলল ভেজাল হলুদের কারখানা। মুর্শিদাবাদের ভবানীপুরে ভেজাল হলুদের কারখানার হদিস। মিলের আড়ালে চলছিল ভেজাল কারবার। চালের ভূষি, তুষ, কাঠের গুঁড়োর সঙ্গে বাসন্তী রং মিশিয়ে চলছিল ভেজাল হলুদের ব্যবসা। খবর পেয়ে অবশেষে ভেজাল হলুদ সহ এক মিল মালিককে গ্রেফতার করেছে পুলিস। বাজেয়াপ্ত করা হয় এক ট্রাক্টর বোঝাই ভেজাল হলুদ।
শুক্রবার সন্ধে নাগাদ অর্জুনপুর গ্রামপঞ্চায়েতের ভবানীপুরে হানা দিয়ে ফরাক্কা থানার পুলিস ভেজাল হলুদ সহ মিল মালিক মৃত্যুঞ্জয় দাসকে গ্রেফতার করে। তাঁর বাড়ি ফরাক্কার শিবনগর। বাজেয়াপ্ত করা হয় চাল গুঁড়ো, ধানের তুষ, বাসন্তী রং, তেজপাতা, লঙ্কা সহ প্রায় ১৮ কুইন্টাল ভেজাল সামগ্রী।
Be the first to comment