শিল্পের লগ্নিতে জোর রাজ্যের, পুরসভার জমিতে তৈরি হচ্ছে কারখানা

Spread the love
শিল্পনগরী হলদিয়ায় বেসরকারি সংস্থাগুলির বিনিয়োগে উদ্যোগী রাজ্য সরকার। একটি সফট টয় তৈরির সংস্থাকে পুরসভার জমি লিজ দেওয়া হয়েছে। মহিলাদের তৈরি হরেক রঙের সফট টয় বিদেশে রফতানি দিচ্ছে। শিল্প আসায় বাড়ছে কর্মসংস্থান। বাড়ছে স্বনির্ভরতা।
হলদিয়ার আরেক নাম শিল্পশহর। শিল্পের উপর নির্ভর প্রচুর মানুষের কর্মসংস্থান। বেসরকারি সংস্থাগুলির বিিনয়োগকারীদের উৎসাহ দিতে উদ্যোগী রাজ্য সরকার। কিন্তু বড় ও ভারী শিল্পে মহিলাদের শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ কম। তাই এবার িশল্প শহর হলদিয়ায় তৈরি হয়েছে সফট টয় তৈরির কারখানার মত ছোট শিল্প। পুরসভার জমিতে লিজ নিয়ে কারখানা গড়েছে একটি বেসরকারি সংস্থা। কাঁচামাল সেলাই করা থেকে শুরু করে সফট টয় বিক্রির উপযোগী হওয়া পর্যন্ত, সমস্ত কাজই করছেন মহিলারা। আয় বেড়েছে সংসারে।
মহিলাদের তৈরি সফট টয় পাড়ি দিচ্ছে বিদেশে। কাঁচামালও আসছে বাইরে থেকেই। চাহিদা মত বিভিন্ন জীবজন্তুর মডেলে সফট টয় তৈরি করছেন মহিলারা। সফট টয় কুকি, এলমো, হানাযোগী, ইউনিকর্ন, পান্ডা তৈরি – জাপান, জার্মানি, সুইৎজারল্যান্ড, স্পেনে সফট টয় রফতানি – প্রায় ১৫০ জন মহিলা সংস্থার হলদিয়া শাখায় কাজ করছেন – প্রত্যেক মহিলা নির্দিষ্ট বেতন পান। লক্ষ্য শিল্পের লগ্নিকরণ। একইসঙ্গে লক্ষ্য কর্মসংস্থানেরও। বড় ও ভারী শিল্পের সঙ্গেই তাই ছোট শিল্প সংস্থাগুলির লগ্নিতেও গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। মহিলাদের স্বনির্ভর হওয়ার স্বপ্নপূরণ হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*