বৃহষ্পতিবার সকালে হলদিয়ার কাছে বঙ্গোপসাগরে একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন লাগে। জাহাজটির নাম এমভি এসএসএল কলকাতা। জানা গেছে জাহাজটি তামিলনাড়ু থেকে হলদিয়া ফিরছিল। কোষ্টগার্ডের উদ্ধারকারী জাহাজ রাজকিরণ ও একটি ডার্নিয়ার বিমান খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয়।
কোষ্টগার্ড সূত্রে জানা গেছে, জাহাজটির প্রায় ৭০ শতাংশই আগুনের কবলে চলে গেছে। ঝোড়ো হাওয়ার দাপটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জাহাজের মোট ২২ জন ক্রু-মেম্বারদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা এখনও জাহাজেই আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। যেকোনও মুহূর্তে গোটা জাহাজটিই আগুনের গ্রাসে চলে যেতে পারে। তাই বাকি ১১ জনকে অবিলম্বে জলে ঝাঁপিয়ে পড়ার জন্য বলা হয়েছে বলে সূত্রের খবর। তবে শেশব পাওয়া খবরে ২২ জনকেই উদ্ধার করা হয়েছে।
Be the first to comment