ফের বিতর্কের কেন্দ্রে প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর বক্তৃতা নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।
ইতিহাস গবেষকদের একটি সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে আনসারি দেশ ভাগ নিয়ে পাকিস্তান এবং ব্রিটিশদের সঙ্গে সমান দায়ী করেন ভারত এবং ভারতীয়দের। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী প্রাক্তন উপরাষ্ট্রপতি বলেন, “আমরা মনে করি বর্ডারের ওপারের লোকেরা (পাকিস্তান) এবং ব্রিটিশরাই দেশভাগের জন্য দায়ী। আমরা এটা কিছুতেই মানতে চাই না যে, ভারত এবং ভারতীয়রাও দেশভাগের জন্য সমান দায়ী।”
ওই সেমিনারে আনসারি স্বাধীনতার চারদিন আগে অর্থাৎ ১৯৪৭ সালের ১১ অগস্টের সর্দার বল্লভভাই প্যাটেলের একটি বক্তৃতা উদ্ধৃত করে বলেন তিনি বলেছিলেন, “অনেক ধৈর্যের পর এই চরম সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন।” প্রাক্তন রাজ্যসভার স্পিকার এ-ও বলেন, বল্লভভাই প্যাটেলের বক্তৃতার রেকর্ড ঘাঁটলে এই বক্তৃতা পাওয়া যাবে।” তিনি আরও বলেন, “দেশের রাজনৈতিক পরিবেশ পাল্টেছে। কারোর উপর একটা দোষ চাপাতে হবে তাই মুসলমানদের বলির পাঁঠা করা হচ্ছে দেশ ভাগের অভিযোগে।”
প্রাক্তন উপরাষ্ট্রপতির এমন মন্তব্যে বেজায় জটেছে কেন্দ্রের শাসক দল। বিজেপি-র মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “এই বক্তব্যের জন্য হামিদ আনসারির ক্ষমা যাওয়া উচিত।”
Be the first to comment