জেলে বন্দি ভারতীয় হামিদ নিহাল আনসারিকে একমাসের মধ্যে মুক্তির আদেশ দিল পাকিস্তানের পেশোয়ারের হাইকোর্ট। আনসারির তিনবছরের জেলের মেয়াদ ১৫ ডিসেম্বর শেষ হচ্ছে।
মুম্বইয়ের বাসিন্দা ৩৩ বছরের আনসারিকে ২০১৫ সালে ভুয়ো পাকিস্তানি পরিচয়পত্র রাখার জন্য ২০১৫ সালের পাক সেনাবাহিনীর আদালত তিন বছরের সাজা দিয়েছিল। তিনি এখন পেশোয়ারের জেলে বন্দি। আনসারির তরফে অভিযোগ, তাঁর মুক্তি এবং ভারতে ফেরত পাঠানোর জন্য সরকার কোনও ব্যবস্থাই নেয়নি। ২০১২ সালে গ্রেফতার করা হয় তাঁকে। জানা গিয়েছে, ফেসবুকে পরিচিত হওয়া এক বান্ধবীর সঙ্গে দেখা করতেই আফগানিস্তান হয়ে পাকিস্তানে গিয়েছিলেন তিনি।
গ্রেফতারের পর আনসারি নিখোঁজ হয়ে যান। তাঁর মা ফৌজিয়া আনসারির হেবিয়াস কর্পালেক জবাবে পাকি সরকার জানায়, তিনি পাকিস্তান সামরিক আদালতে বিচারাধীন রয়েছেন।
Be the first to comment