বিমানবন্দরে শারীরিক প্রতিবন্ধী তরুণীকে হেনস্থা ৷ হুইলচেয়ার থেকে জোর করে উঠিয়ে নিয়ে সিকিউরিটি চেক ৷ কাঠগড়ায় সিআইএসএফ ৷
নিগৃহীতার নাম ভিরালি মোদি ৷ গত সোমবার মুম্বই থেকে লন্ডন যাচ্ছিলেন ভিরালি ৷ মুম্বই থেকে বিমানে ওঠার সময় নিয়মমত চলছিল সিকিউরিটি চেক ৷ সেই সময়ই ঘটনাটি ঘটে ৷ ভিরালি ট্যুইটারে জানান, মুম্বই থেকে লন্ডন যাওয়ার বিমান ছিল ৷ সেই সময়ই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয় আমাকে ৷ হুইলচেয়ার স্ক্যানিংয়ের পর উঠে দাঁড়াতে বলা হয় আমাকে ৷ আমি বারবার তাদের জানাই যে, আমি চেয়ার ছেড়ে উঠতে পারব না ৷ এরপর আমার পা ধরে জোর করে দাঁড়াতে বাধ্য করেন এক মহিলা সিআইএসএফ কর্মী ৷ যার জন্য আমার পায়ে মেজর ক্র্যাম্পও হয়েছে ৷’
প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরেই শারীরিক প্রতিবন্ধীদের জন্য থাকে বিশেষ ব্যবস্থা ৷ সিকিউরিটি চেকের জন্য কাউকেই উঠে দাঁড়ানোর প্রয়োজন হয় না ৷ হুইলচেয়ার এবং জুতো পরীক্ষা করার জন্য একটি বিশেষ কেমিক্যাল স্ট্রিপ থাকে ৷ কিন্তু মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে কি তাহলে নেই সেই বিশেষ ব্যবস্থা ? সেটি নিয়ে উঠছে প্রশ্ন ৷
সিআইএসএফ এই অভিযোগ একেবারেই এড়িয়ে গিয়েছেন ৷ তাদের দাবি, ‘বিমানযাত্রীদের জন্য নিরাপত্তার বিষয়টিই আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখি ৷ পাশাপাশি কোনও যাত্রীরা যাতে সমস্যায় না পড়েন ৷ সেটিও আমরা নজরে রাখি ৷ যদি ভিরালি মোদির সঙ্গে এই ধরণের কোনও ঘটনা ঘটে থাকে ৷ তাহলে সেটি একেবারেই অনিচ্ছাকৃত
Be the first to comment