শনিবার সকালে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন বর্তমান ভারতীয় রাজনীতির দুই প্রধান ব্যক্তিত্ব ৷ প্রথমজন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দ্বিতীয়জন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দেশ হিসেবে ভারত যাতে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছতে পারে সেই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ নতুন বছরে সবার শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এ দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ৷
রাষ্ট্রপতি ভবনের তরফে ইংরেজি নববর্ষের শুভেচ্ছায় বলা হয়েছে, ‘‘সবাইকে শুভ নববর্ষ ! আসুন আমাদের সমাজ ও দেশের সর্বাত্মক অগ্রগতির সূচনার সংকল্প নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই ৷ আশা করি নববর্ষ ২০২২ আমাদের সবার জীবনে আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য এবং শান্তি নিয়ে আসুক ৷’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লেখেন, শুভ ২০২২! নতুন এই বছর সবার জীবনে আনন্দ এবং সুস্বাস্থ্য নিয়ে আসবে ৷ আমরা যেন অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছতে পারি ৷ আর আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণ করতে আরও পরিশ্রম করতে পারি ৷’’
Happy 2022!
May this year bring abundance of joy and good health in everyone’s lives.
May we keep scaling new heights of progress and prosperity, and work even harder to fulfil the dreams of our great freedom fighters.
বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শুভেচ্ছায় সমৃদ্ধির বার্তা দিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই ! আশা করি ২০২২ আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে ৷ আপনাদের সকল স্বপ্নপূরণ হোক ৷ যেভাবেই দিনটিকে উদযাপন করুন না কেন, কোভিডবিধিগুলি পালন করলে ভুলবেন না ৷’’
এ দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও দেশবাসীর উদ্দেশে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘আমি প্রার্থনা করি নতুন বছর সবার জীবনে খুশি এবং সুস্বাস্থ্য নিয়ে আসবে ৷ আশা করছি এটি সহানুভূতি, সাম্য ও ঐক্যের বছরে পরিণত হবে ৷’’ এ দিন সকালে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথও দেশবাসীকে তাঁর শুভেচ্ছা জানান ৷ এ ছাড়াও জাতীয় স্তরের অন্যান্য নেতা ও মন্ত্রীরাও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ৷
Be the first to comment