আনন্দ করুন কিন্তু অন্যের নিরানন্দ যেন না হয়

Spread the love

স্বর্ণাভা কাঁড়ার : আলোর উৎসব দীপাবলি। আমরা কালীপুজো এবং দীপাবলিকে কেন্দ্র করে ঐতিহ্য বন্ধ করতে চাই না। কিন্তু আপনার আনন্দ যেন অন্যের অসুবিধার কারণ না হয়। কলকাতা পুরসভায় এক সাংবাদিক সম্মেলন করে বলেন মেয়র তথা পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।

৯০ ডেসিবেল-এর উপর শব্দবাজি ফাটানো যাবে না। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনও বাজি ফাটানো যাবে না, কোনও মাইকও বাজানো যাবে না। সাইলেন্স জোনগুলিতে যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল-এর আশেপাশে কোনও বাজি ফাটানো যাবে না।

তবে মেয়র আশার কথাও শুনিয়েছেন, যে এবারে বাজি বাজেয়াপ্ত করার পরিমাণ অনেক কমেছে। লাগাতর আলোচনার ফলে মানুষকে সচেতন করা গেছে। নিষিদ্ধ শব্দবাজি তৈরি বা বিক্রিতে এখন অনেকটা লাগাম টানা গেছে। সল্টলেক স্টেডিয়ামের আশেপাশে নির্দিষ্ট জায়গায় কোনওরকম বাজি নিষিদ্ধ। মেয়র আবারও বলেন, উদ্যাম বাজি ফাটানো এখন অনেকটা কমেছে। আবার তিনি মানুষের কাছে আবেদন রাখেন, আনন্দ করুন, কিন্তু আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*