ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল যোধপুর আদালত। ডঃ ভীমরাও আম্বেদকরের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যের জেরে বুধবার বিশেষ আদালত হার্দিকের বিরুদ্ধে এই নির্দেশ দিয়েছে।
রাজস্থানের আইনজীবী ডিআর মেগওয়ালের কথায়, ২০১৬ সালের ২৬ ডিসেম্বর হার্দিক পান্ডিয়া নিজের টুইটার অ্যাকাউন্টে ভারতীয় সংবিধানের রূপকার ডঃ ভীমরাও আম্বেদকরকে নিয়ে একটি টুইট করেন। এই টুইটে ভারতীয় ক্রিকেট দলের এই তারকা লেখেন, “কোন আম্বেদকর? যিনি একটি পক্ষপাতদুষ্ট আইন এবং সংবিধান রচনা করেছেন, যিনি দেশে সংরক্ষণের বিষ ছড়িয়েছেন!”
মি. মেগওয়াল প্রথমে হার্দিকের এই মন্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাজস্থানের লুনি থানার দ্বারস্থ হন। পুলিস কোনও রকম আইনি পদক্ষেপ না করায় আদালতের দ্বারস্থ হন তিনি। সূত্র অনুযায়ী, মঙ্গলবার যোধপুর আদালতে বিশেষ এসসি/এসটি আইন অনুযায়ী পিটিশন দায়ের করেন রাজস্থানের এই আইনজীবী। বুধবার সেই পিটিশনের ওপর ভিত্তি করেই আদালত রাজস্থান পুলিশকে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়।
Be the first to comment