পুলিশের নিষেধাজ্ঞাকে অমান্য করে বিপাকে পড়লেন পাতিদার অনামত আন্দোলন সমিতির নেতা হার্দিক প্যাটেল। গুজরাটের এই তরুণ নেতার বিরুদ্ধে দায়ের করা হলো এফআইআর। প্রসঙ্গত, গত ১১ডিসেম্বর গুজরাট ভোট উপলক্ষে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিলেন হার্দিক। পুলিশের কড়া নিষেধাজ্ঞাকে অমান্য করেই প্রায় ৫০ জন সমর্থককে নিয়ে আমেদাবাদের ভোপালে রোড শো করেন বছর ২৪ এর এই নেতা। তারপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই দায়ের করা হল এফআইআর।
প্রসঙ্গত, হার্দিক ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে পুলিশি আদেশ অমান্য করার অপরাধে আইপিসির ১৮৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। ভোপাল পুলিশের ইন্সপেক্টর আই এইচ গোয়েল জানান, বুধবার হার্দিক ও তাঁর ৫০ জন বাইক আরোহীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গুজরাট বিধানসভা নির্বাচনের পর এটাই প্রথম পুলিশ কেস বলে জানা গিয়েছে। গুজরাটের দ্বিতীয় দফা ভোটের তিনদিন আগে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করেছিলেন হার্দিক। পুলিশের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদীর জনসভাও।
Be the first to comment