ফের শিক্ষক নিয়োগের দাবিতে কলেজ স্ট্রিটে হেয়ার স্কুলের সামনে অভিভাবকদের অবস্থান বিক্ষোভ ৷ বুধবার সকাল থেকে স্কুলের সামনে পথ অবরোধ করেন বিক্ষুব্ধ অভিভাবকরা ৷ যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ৷ পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে যান প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কার্তিক মান্না।
সূত্রের খবর, হেয়ার স্কুলে পাঁচজন নতুন শিক্ষক নিয়োগ করা হয়েছে। তাঁরা বৃহস্পতিবার থেকেই স্কুলে যোগ দেবেন এই আশ্বাস পেয়ে অবস্থান তুলে নেন অভিভাবকরা। যদিও, শিক্ষক নিয়োগের বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগেও স্কুলে পর্যাপ্ত শিক্ষকের দাবিতে ১৭ জুলাই বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷ তাঁদের অভিযোগ, স্কুলে পড়ুয়ার অনুপাতে শিক্ষক সংখ্যা অনেক কম ৷ স্কুলে মোট পড়ুয়া সংখ্যা ৫৫০ জন ৷ থাকার কথা ১১ জন শিক্ষকের ৷ দু’জন শিক্ষক এমনিতেই কম ৷ গতমাসে ১ জন চলে যান ৷ এই মাসে চলে যাবেন টিচার-ইন-চার্জ তনুশ্রী নাগ ৷ ফলে শিক্ষক সংখ্যা কমে দাঁড়াবে ৭ জন ৷ অভিভাবকদের অভিযোগ, শিক্ষকের অভাবে ক্লাস প্রায় হয় না বললেই চলে ৷ আগে ২টো করে ক্লাস হয়ে ছুটি হয়ে যেত ৷ আর এখন ১টাই ক্লাস হয় ৷ ফলে সিলেবাস শেষ হচ্ছে না। কিন্তু নির্ধারিত সময়ে পরীক্ষা হচ্ছে। আর যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। এর আগে স্কুল কর্তৃপক্ষকে একাধিকবার শিক্ষক নিয়োগের কথা বলে কোনও কাজ হয়নি।
Be the first to comment