হরিদেবপুরে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের করুণাময়ী ঘাট রোডে ৷ মঙ্গলবার ভোর রাতে সেখানকার একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। তারা গিয়ে দেখেন ঘরের মধ্যে পড়ে আছে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ ৷ খবর দেওয়া হয় হরিদেবপুর থানায় ৷ পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে পাঠায় ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মহিলার নাম শিপ্রা দে ৷ বয়স ৩৮ বছর ৷ তিনি একাই ওই বাড়িতে থাকতেন ৷ তবে কিভাবে শিপ্রা দে অগ্নিদগ্ধ হলেন তার তদন্তে নেমেছে পুলিশ ৷ নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন, না কি মৃত্যুর পেছনে অন্য কেউ রয়েছেন? পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যাই করেছেন ৷ তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ৷ যদিও কিভাবে মৃত্যু তা জানা যাবে ময়নাতদন্তের পরই।
একাকীত্ব থেকেই কি মৃত্যু? কারণ শিপ্রা দেবী একাই থাকতেন বাড়িতে ৷ যার জেরেও বাঁচার আনন্দকে অবসাদ গ্রাস করছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ ৷ যেমন, নিঃসঙ্গ অবস্থায় থাকতে থাকতে ক্রমে অবসাদগ্রস্ত হয়ে পড়ে এক বৃদ্ধ৷ এবং, যার জেরে গত বছর শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন বাঁশদ্রোণী এলাকার ৭৯ বছর বয়সি অনাথ বন্দ্যোপাধ্যায় ৷
ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।
Be the first to comment