রিপোর্টার-(সুভাষ মজুমদার)
সম্প্রতি হরিপাল গুরুদয়াল স্কুলে হরিপাল থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী গ্রহণ করা হলো। স্কুল থেকে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা একটি সচেতনতা র্যালি করে। পড়ুয়ারা রাস্তার মানুষকে সচেতন করে এবং ট্রাফিক আইন বোঝায়। মানুষকে জানানোর চেষ্টা করেন যে প্রত্যেকের মাথায় হেলমেট পরা জরুরী এবং সুরক্ষিত ভাবে চলা উচিত।
মিছিল হওয়ার পর ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ক্লাস রুমে তাদের ট্রাফিক আইন এবং তাদের কি কর্তব্য সেই বিষয় ট্রাফিক আইন এবং নিয়মকানুন নিয়ে একটি ক্লাস হয়।
উপস্থিত ছিলেন তারকেশ্বর সিআই গোবিন্দ বিশ্বাস, হরিপাল ওসি মিন্টু সরকার, ট্রাফিক ওসি শান্তনু বিশ্বাস, সমাজসেবী স্বরূপ মিত্র, স্কুল কমিটির সভাপতি, সহকারী প্রধান শিক্ষক সৌরভ পাল প্রমুখ ৷
Be the first to comment