হরিয়ানা ও মহারাষ্ট্রে চলছে ভোটগ্রহণ। সোমবার সকাল ৭টায় ভোটগ্রহণ পর্ব শুরু হয়। হরিয়ানার ৯০টি ও মহারাষ্ট্রের ২৮৮ টি আসনের ভবিষ্যৎ নির্ধারণ হবে আজ। পাশাপাশি ১৭ টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫১ টি বিধানসভা আসন ও দু’টি লোকসভা আসনে চলছে উপনির্বাচন। এর মধ্যে উত্তরপ্রদেশে ১১টি, গুজরাতে ৬টি, বিহারে ৫টি, অসমে ৪টি, হিমাচলপ্রদেশে ২টি, তামিলনাড়ুতে ২টি, পঞ্জাবে ৪টি, কেরালায় ৫টি, সিকিমে ৩টি, রাজস্থানে ২টি, অরুণাচলপ্রদেশে ১টি, মধ্যপ্রদেশে ১টি, ওড়িশাতে ১টি, ছত্তিশগড়ে ১টি, মেঘালয়ে ১টি এবং তেলাঙ্গানার ১টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে ৷ উপনির্বাচন হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির একটি বিধানসভা আসনে ৷ মহারাষ্ট্রের সাতারা এবং বিহারের সমস্তিপুর লোকসভা আসনে আজ উপনির্বাচন হচ্ছে ৷
মহারাষ্ট্রে একদিকে NCP ও কংগ্রেস জোট। অন্যদিকে শিবসেনা ও বিজেপি জোট। ২০১৪ সালে যে সংখ্যাগরিষ্ঠতায় দেবেন্দ্র ফড়নবিশ ক্ষমতায় এসেছিলেন, এবারও শিবসেনার সঙ্গতে নিজের গদি বাঁচিয়ে রাখতে পারেন কি না সেটাই দেখার। এই মুহূর্তে কোনও এলাকায় অশান্তির কোনও খবর নজরে আসেনি। ভোটগ্রহণ চলবে সন্ধে ৬টা পর্যন্ত।
উল্লেখ্য, এদিন সকালে সাইকেলে চেপে পোলিং বুথে হাজির হন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। এর আগেও তাঁকে বেশ কয়েকবার সাইকেলে চাপতে দেখা যায়।
এদিকে মহারাষ্ট্রের নাগপুরে ভোট দিলেন সস্ত্রীক দেবেন্দ্র ফডনবিশ।
Be the first to comment