পুলিশ কর্মকর্তা হলেন ভারতের মহিলা টি-২০ ক্যাপ্টেন হরমনপ্রীত কউর

Spread the love

ভারতের প্রাক্তন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনীর মতোই ভারতের মহিলা টি-২০ দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর ভারতের রেলে চাকরি করতেন। সেই রেলের চাকরি ছেড়ে পাঞ্জাব পুলিশের ডেপুটি সুপারেনটেন্ডেন্ট (ডিএসপি) হিসেবে যোগ দিয়েছেন তিনি। হরমনপ্রীতের পুলিশের ডিএসপি হওয়া স্বপ্ন ছিল। সেটা পূর্ণ হলো। ভারতের মহিলা দলের এই ক্রিকেটারের ইউনিফর্মে স্টার লাগিয়ে দেন পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল সুরেশ অরোরা এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। পরে হরমনপ্রীতের ইউনিফর্মে তারা লাগাতে পেরে নিজেতে গর্বিত মনে হচ্ছে বলে একটা টুইটও করেন তিনি।
অমরেন্দ্র সিংহ টুইটে লেখেন, ‘ডিজিপি সুরেশ অরোরার সঙ্গে পাঞ্জাব পুলিশের ডিএসপি পদে যোগ দিয়েছে তরুণ ক্রিকেটার হরমনপ্রীত কউর। তাঁর ইউনিফর্মে তারা লাগাতে পেরে আমি গর্বিত। ক্রিকেটের মাঠে পারফর্ম করে ও আমাদের বহুবার গর্বিত করেছে। আমি বিশ্বাস করি সে তাঁর পারফর্ম ধরে রাখবে। তাঁর প্রতি শুভ কামনা।’
ছবি – ট্যুইটার থেকে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*