আর কদিন পরেই রাশিয়ায় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। সারা দুনিয়ার চোখ থাকবে রাশিয়ার স্টেডিয়ামগুলোর দিকে। বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের অধিনায়ক মনোনীত হয়েছেন হ্যারি কেন। আর সর্বোচ্চ এই আসরে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়েই চ্যাম্পিয়ান হওয়ার স্বপ্নে বিভোর হয়ে উঠেছেন তারকা এই স্ট্রাইকার।
১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে চ্যাম্পিয়ান হওয়া অধরাই থেকে গেছে ইংলিশদের কাছে। টটেনহ্যামের এই স্ট্রাইকার তাই এবারের বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা সম্পর্কে বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাটা আমাদের জন্য অসম্ভব কিছু না। এটাই বিশ্বের সর্বোচ্চ টুর্নামেন্ট। আমার কাছে এই আসরে খেলাটাই অনেক বড় ব্যপার। আর শিরোপা জয়ের স্বপ্ন আমরা দেখতেই পারি। পুরো দলের ওপর আমার আস্থা আছে। যে কোনও দলেরই এই সম্ভাবনা আছে। এখানে বসে আমি যদি বলি আমরা শিরোপা জয়ের জন্য মাঠে নামবো না তবে সেটা কোন কথাই না। আমি যা পারি সব কিছুই জিততে চাই এবং আমার মতই দলের অনেক খেলোয়াড়েরই একই ইচ্ছা। আর এই চেষ্টাই আমরা করবো।’
আগামী ১৮ জুন তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপ-জি’র অপর দুটি দল হলো পানামা ও বেলজিয়াম।
Be the first to comment