বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোটগণনা চলছে। বাংলাদেশে জনগণের রায় আওয়ামী লিগের দিকেই। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, আওয়ামী লিগ মহাজোট ১৫৩ আসনে জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে। জানা গিয়েছে ৯৮ শতাংশ ভোট পেয়েছেন হাসিনা । গোপালগঞ্জ-৩ কেন্দ্র থেকে জয়লাভ করেছেন আওয়ামী লিগ সুপ্রিমো শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে লড়ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-র এস এম জিলানী। আওয়ামী লিগের নড়াইল-২ থেকে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, কক্সবাজার-৪ থেকে শাহিনা আক্তার চৌধুরী, কুষ্টিয়া-৪ থেকে সেলিম আলতাফ জর্জ জয়লাভ করেছে বলে জানা যাচ্ছে। সর্বেশষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি-র প্রার্থী মোশারফ হুসেন বগুড়া-৪ কেন্দ্র থেকে জয়লাভ করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রধান বিরোধী দল বিএনপি ভোটে না লড়ায় প্রায় ৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন মুজিবকন্যান শেখ হাসিনা। জাতীয় পার্টি ৭ শতাংশ এবং অন্যান্য পেয়েছিল ২১ শতাংশ। ২০০৮ সালে ৪৮ শতাংশ ভোট পায় আওয়ামী লিগ, যেখানে খালেদা জিয়ার দল বিএনপির মিলেছিল ৩২.৫ শতাংশ ভোট।
Be the first to comment