৭১টি গোলাপ পাঠিয়ে নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা হাসিনার

Spread the love

নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সুসম্পর্ক দীর্ঘদিনের। মাঝে ভারতের প্রধানমন্ত্রীর জন্য আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নরেন্দ্র মোদীর জন্মদিনে ৭১টি গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন তিনি। প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশবাসী শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছেন। বিদেশের বহু রাষ্ট্রনেতা অভিনন্দন জানিয়েছেন মোদীকে।

সূত্রের খবর, শুক্রবার নয়া দিল্লিতে অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের পক্ষ থেকে ফুলের তোড়া পাঠায়, যেখানে ছিল ৭১টি গোলাপ। ৭১তম জন্মদিনে মোদীর দীর্ঘায়ু কামনা করেছেন ওপার বাংলার প্রধানমন্ত্রী। করোনার প্রথম ঢেউ সামলে ওঠার পর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় পুষ্পস্তবক দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছিল ভারত।

এদিকে ভারত যখন দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে মোকাবিলা করছিল, তখন সাহায্য করার আশ্বাস দিয়েছিল হাসিনা প্রশাসনও। ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে মোদী জামানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শেখ হাসিনার গোলাপ দেওয়া কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত অর্থবহ বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*