শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

Spread the love

সোমবার ঢাকার গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তাঁর আশা ভোট হবে শান্তিপূর্ণ। গত মাসেই তিনি দূত হিসাবে এসেছেন ঢাকায়। ১১ ডিসেম্বর তিনি সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। তাঁকেও বলেছিলেন, বাংলাদেশে একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশা করি।

বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচন হবে ৩০ ডিসেম্বর। এর আগের ভোট হয়েছিল ২০১৪ সালে। সেবার খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ভোট বয়কট করে। সব মিলিয়ে ভোট পড়ে মাত্র ৫১ শতাংশ। ঢাকার কোনও কোনও অঞ্চলে মাত্র ২২ শতাংশ ভোট পড়েছিল। ভোটের দিন হিংসাত্মক ঘটনাও ঘটেছিল বেশ কয়েকটি অঞ্চলে। এবার তাঁর পুনরাবৃত্তি হবে না বলেই আমেরিকার দূতের আশা।  হাসিনা তাঁকে বলেন, গত ৪৭ বছরে একমাত্র তাঁর সরকার শান্তিপূর্ণভাবে পূর্ণ মেয়াদ শেষ করেছে।

ভোটে অশান্তি সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের আগে তাঁর দলের দু’জন কর্মী খুন হয়েছেন। তবে দলের নেতাকর্মীদের বলা হয়েছে, ধৈর্য ধরুন।মিলার জানান, নির্বাচনের সময় আমেরিকা থেকে ২২ জন পর্যবেক্ষক আসবেন বাংলাদেশে।

রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও কথা বলেন তিনি। তাঁর মতে, উদ্বাস্তুদের মায়ানমারে ফেরত পাঠানোর আগে রাখাইনে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। আমেরিকা রোহিঙ্গা সংকটে সাহায্য করবে বাংলাদেশকে। জ্বালানি ও শিক্ষা খাতেও আমেরিকা সাহায্য করবে বলে তিনি হাসিনাকে কথা দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*