বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ২২ নভেম্বর, শুক্রবার ইডেনে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ। দিন-রাতের গোলাপি বলে প্রথমবার আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে ভারতের মাটিতে। আর সেই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড ও ক্রিকেট আসোসিয়েশন অফ বেঙ্গল কোনও খামতি রাখতে রাজি নয়।
ম্যাচের অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। হাসিনা স্বয়ং জানিয়েছিলেন, সৌরভের আমন্ত্রণে পেয়ে তিনি আপ্লুত ৷ তিনি কলকাতা টেস্টে ইডেনে থাকবেন। ২২ নভেম্বর সকাল ১০টা ২৫ মিনিটে দমদম বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান অবতরণ করবেন। তাঁর সঙ্গে ৬৬ জন প্রতিনিধি থাকবেন। টেস্ট ম্যাচের প্রথম দিন ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার নির্দেশ দেবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সময়ে ইডেনে উপস্থিত থাকবেন।
২২ নভেম্বর সন্ধে সাড়ে সাতটায় শেখ হাসিনা দেশে ফেরার বিমান ধরবেন। ফলে টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলার শেষে অনুষ্ঠান ও ওই সময় অমিত শাহের সঙ্গে তাঁর থাকার সম্ভাবনা নেই। তবে শেখ হাসিনার কলকাতা টেস্টে আগমন ঘিরে আয়োজনে খামতি নেই। বাংলাদেশের একুশ সদস্যের নিরাপত্তা বিষয়ক দল শনিবার ইডেন পরিদর্শন করে গেছেন। তারা ভারতের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি, CAB কর্তা ও যে হোটলে হাসিনা থাকবেন সেই হোটেল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য খাদ্য পরীক্ষক, রান্নাঘরে ক্লোজ সার্কিট টিভি ও মিনিট ধরে ব্যবস্থাপনার খবর দেওয়ার কথা বলা হয়েছে এই দিনের বৈঠকে। সেই সঙ্গে আন্তর্জাতিক কল করার মতো ফোনের ব্যবস্থা ও ওয়াইফাই রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে।
Be the first to comment