প্রতীকী ছবি,
ছাগলে বিচালি খেতেই বেরিয়ে এল বন্দুকের বাঁট। আর তা দেখেই রীতিমতো চাঞ্চল্য। পরে সেই বিচালি সরাতে ভেতর থেকে মিলল একের পর এক ৪৮ টা এয়ারগান। তবে এয়ারগান ভেবে তাকে নাকচ করতে নারাজ পুলিশ। কারণ তারা মনে করে শুধুমাত্র মাথাটা বদলেই এর থেকে তৈরি করা সম্ভব অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।
হাঁসখালিতে ভারত বাংলাদেশের কুমারী সীমান্ত। বৃহস্পতিবার বিকেলে এখানকারই রামনগর পূর্বপাড়া গ্রাম থেকে ওই বন্দুকগুলি ও পারে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। এ দিন বিকেলে একটি মোটরভ্যানে বিচালি বোঝাই করে তার মধ্যে ওই এয়ারগানগুলি নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনজন। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীকে দেখে ভ্যান ঘুরিয়ে পাড়ার মধ্যে চলে যায়। সেখানেই কওসর আলি নামে একজনের বাড়িতে ভ্যানটি রেখে সরে পড়ার চেষ্টা করছিল তারা। এ সময় কওসর আলির পোষা ছাগল বিচালি টেনে নিয়ে খেতেই একটি বন্দুকের বাঁট সামনে থাকা কয়েকজনের নজরে আসে। বন্দুক দেখে আতঙ্কিত হয়ে পরে তারা। এরপর ভ্যানে থাকা বিচালি সরাতেই বেড়িয়ে আসে একের পর এক এয়ারগান। মেলে তিনটি দেশি রিভলবারও। তখন তারাই ওই তিনজনকে আটকে দিয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, ধৃতদের নাম সাগর মল্লিক, ইনসান মণ্ডল ও কিশোর বিশ্বাস। এদের মধ্যে সাগর ভ্যানটির চালক। কাদের কাছে বন্দুকগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Be the first to comment