হাতিবাগানে আগুন। জানা গিয়েছে বিশ্বনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতালে মঙ্গলবার দুপুর ১টা ১৫মিনিট নাগাদ আগুন লেগেছিল। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মীরা জানিয়েছেন প্রায় এক ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আসে আগুন। কী কারনে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ১৮জন রোগী ভর্তি ছিলেন হাসপাতালে। আচমকাই আগুন এবং ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায় রোগী এবং তাঁদের আত্মীয়-পরিজনদের মধ্যে। দমকল কর্মীরা জানিয়েছেন, সবাইকেই নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি হাসপাতালের। ঠিক কী কারনে এই আগুন লেগেছে সেটা ক্ষতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। হাসপাতালে পর্যাপ্ত অগ্নি নির্বাপন যন্ত্র ছিল কিনা তাও ক্ষতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
Be the first to comment