পরীক্ষামূলকভাবে আগামীকাল খুলতে চলেছে কলকাতা হাইকোর্ট। দু’টি ডিভিশন বেঞ্চ ও তিনটি সিঙ্গল বেঞ্চে নির্দিষ্ট সামাজিক দুরত্ব বজায় রেখে ফিজিক্যাল কোর্টে শুনানির ব্যাবস্থা করা হয়েছে। তার আগে জোরকদমে আদালত কক্ষ, বিচারপতিদের বসার জায়গা ও বার রুম স্যানিটাইজ করার কাজ চলছে। যদিও আইনজীবীরা এখনই ফিজ়িক্যাল কোর্টে অংশগ্রহণ করবেন না বলে গত পরশুদিন জানিয়েছে বার অ্যাসোসিয়েশন।
এর প্রভাব আদালতের কাজকর্মে কি আদৌ পড়বে? এই ব্যাপারে রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় জানালেন, “আমরা ৫ জুনের বিজ্ঞপ্তি মতো সব ব্যবস্থা করেছি। আজ যদি নতুন কোনও সিদ্ধান্ত হয়, তাহলে সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।”
কলকাতা হাইকোর্টের বিভিন্ন বারের আইনজীবী সূত্রে খবর, কাজে যোগদানের ব্যাপারে বার অ্যাসোসিয়েশন আগে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে । এই পরিস্থিতিতে কোনও আইনজীবী বার অ্যাসোসিয়েশনের নির্দেশ অমান্য করে ফিজিক্যাল কোর্টে অংশগ্রহণ করছে কি না লক্ষ্য রাখা হবে।
এদিকে কলকাতা হাইকোর্টের কর্মী ও আধিকারিকদের যাতায়াতের জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে নির্দিষ্ট দিনে পাওয়া যাবে সরকারি বাস । কিন্ত এত আয়োজনের পরও যদি আইনজীবীরা অংশগ্রহণ না করেন, তাহলে এর কোনও স্বার্থকতা নেই বলে মনে করা হচ্ছে।
COVID-19 এর জন্য গোটা রাজ্যের আদালতে ১৬ মার্চ থেকে সমস্ত ফিজিক্যাল কোর্ট বন্ধ করে দেওয়া হয় । জরুরিভিত্তিক মামলাগুলি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানি চলছিল।
Be the first to comment