ভবানীপুরে রেকর্ড ভোটে জিতবেন মমতা, দাবি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Spread the love

ভবানীপুরে অনেক বড় ব্যবধানে জয় পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ ৷ এমনই বললেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। সোমবার মমতার সমর্থনে পাঁচটি টুইট করেছেন তিনি ৷ প্রথম টুইটেই তিনি এই বক্তব্য তুলে ধরেছেন ৷

তবে জানিয়েছেন যে এই বক্তব্য তাঁর নয়। তাঁর দাবি, মমতাকে নিয়ে এই কথা বলেছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তিনি মনে করেন রাজীবের এই বক্তব্য নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই ৷

দ্বিতীয় টুইটে রাজীবের আরও একটি বক্তব্যকে সমর্থন করেছেন কুমারস্বামী ৷ তিনিও মনে করেন ভবানীপুরের উপ-নির্বাচনে বিজেপির প্রার্থী দেওয়া উচিত হয়নি কারণ, তাঁর মতে, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির হৃদস্পন্দন ৷’’

তৃতীয় টুইটে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার পুত্র লিখেছেন, ইতিহাস তৈরি কেউ আটকাতে পারবে ৷ আসলে মমতা এপ্রিলেই বিধানসভা নির্বাচনে ২১৪ টি আসন জিতে ইতিহাস তৈরি করেছেন ৷ এবার তিনি (মমতা) নতুন ইতিহাস তৈরির জন্য প্রস্তুত হচ্ছেন ৷

একই সঙ্গে জেডিএস-এর এই নেতা অন্য রাজনৈতিক দলগুলিকে কিছু পরামর্শ দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, রাজনৈতিক দলগুলির উচিত মানুষের আবেগ ও গণতান্ত্রিক নীতিকে গুরুত্ব দেওয়া ৷ সমস্ত রাজনৈতিক দলের উচিত প্রার্থী প্রত্যাহার করে মমতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ করে দেওয়া ৷

কুমারস্বামীর মনে করেন যে বাংলার মানুষ স্পষ্ট করে দিয়েছেন যে কার হাতে ক্ষমতা থাকা উচিত ৷ তাই বিজেপির প্রার্থী দেওয়ার মতো সংকীর্ণ মানসিকতা থেকে সরে আসা উচিত ৷ কারণ, তাঁর মতে, মানুষকে সমর্থন করার থেকে বড় গণতন্ত্র আর কিছু হয় না ৷

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পর জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী মুখ হয়ে উঠেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তাই অন্যান্য অনেক আঞ্চলিক রাজনৈতিক দল মমতার পাশে থাকতে চাইছে ৷ এই অবস্থায় ভবানীপুরের উপ-নির্বাচনের আগে মমতার প্রতি সমর্থন জানিয়ে জাতীয়স্তরে তাঁর গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিলেন কুমারস্বামী ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*