‘যিনি লড়াই করতে চাইবেন, তাঁকে অবশ্যই মূল্য চোকাতে হবে’, তাৎপর্যপূর্ণ ইনস্টাগ্রাম স্টোরি অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘শান্ত সমুদ্রে তৈরি হয় না দক্ষ নাবিক’ রুজভেল্টের বিখ্যাত উক্তি গতবছর মাঝামাঝি সময় নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পোস্ট রীতিমত আলোড়ন ফেলে দিয়েছিল। সেনাপতির ইনস্টা স্টোরিতে ফের জ্বলজ্বল করছে আরও এক পোস্ট। নিজের সাদা-কালো ছবির নিচে লেখা, ‘যিনি লড়াই করতে চাইবেন, তাঁকে অবশ্যই মূল্য চোকাতে হবে।’ এই পোস্টের মাধ্যমে তিনি কি নিজের কথা বোঝাতে চাইলেন? নাকি অন্য কাউকে দিলেন বিশেষ বার্তা? তা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে।

রবিবার মধ্যরাতে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবি সাদা-কালো ছবি দিয়ে অভিষেক লেখেন, ‘He who wishes to fight must first count the cost’ বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ‘যিনি লড়াই করতে চাইবেন, তাঁকে আগে মূল্য চোকাতে হবে।

লোকসভা নির্বাচনের পর কোনও এক অজ্ঞাত কারণে তৃণমূলের হয়ে সেভাবে ব্যাট ধরতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরজি কর কাণ্ডের সময় দু-একবার মুখ খুলেছিলেন বটে তবে সেভাবে নয়। সাম্প্রতিক সময়ে একাধিক জায়গা থেকে তৃণমূল সুপ্রিমো বারবার বলেছেন তিনিই দলটা দেখবেন। এই সমস্ত ঘটনার পর থেকে দলের মধ্যে কোণঠাসা অভিষেক এবং অভিষেক পন্থীরা। বরং দাপটের সঙ্গে খেলছেন প্রবীণরা। আর এতেই খানিকটা ব্যাকফুটে ‘সেনাপতি।’ সেদিকে ইঙ্গিত করেই অভিষেক এই পোস্ট করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে, শোনা যাচ্ছে আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে গতকাল কালীঘাটে একপ্রস্থ বৈঠক করেছেন মমতা ও অভিষেক। বৈঠকে দুজনের মধ্যে দল পরিচালনা নিয়ে কী কোনও মতানৈক্য হয়েছে ? তাই মধ্যরাতে এমন পোস্ট করেছেন অভিষেক? সেই জল্পনাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না ওয়াকিবহাল মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*