রাজ্যে যে পাঁচ আক্রান্ত নিয়ে শুরু হয়েছিল আতঙ্ক, সেখানেই এবার প্রশ্ন উঠল। নদিয়ার তেহট্ট থেকে করোনা সংক্রমণে আক্রান্ত হওয়া ৫ জনের কেউই নদিয়া তথা রাজ্যেরই বাসিন্দা নন, এমনটাই জানাল স্বাস্থ্য দফতর। শনিবার সাংবাদিক বৈঠক করে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্ত ৫ জনের মধ্যে দুই জন দিল্লি ও তিন জন উত্তরাখন্ড থেকে তেহট্টের বার্নিয়ার বাসিন্দা মোহন মন্ডলের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল।
অন্যদিকে, কেরালায় প্রথম করোনায় মৃত্যু হয়েছে আজ। কোচির বাসিন্দা দুবাই ফেরৎ ৬৯ বছরের বৃদ্ধ গত ২২ মার্চ থেকে কলামাশারি মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। সোয়াপ টেস্টে তাঁর কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। শনিবার মৃত্যু হয় ওই বৃদ্ধের।
বাংলাতে করোনার প্রকোপ ঊর্ধ্বমুখী। শুক্রবার তেহট্টের একই পরিবারের পাঁচ জনের শরীরে মিলেছে মারণ জীবাণু। ভীত গোটা বাংলা। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। করোনা আক্রান্ত এই পাঁচজনের মধ্যে একজন এগারো বছরের বালক, বাকি চারজনই মহিলা। এদের মধ্যে রেয়েছে ন’মাসের এক শিশুকন্যাও। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনা আক্রান্তদের সঙ্গে লন্ডন ফেরৎ এক আত্মীয়ের যোগাযোগের ফলেই একই পরিবারের পাঁচ জনের সংক্রমণ ঘটেছে। পরিবারের বাকি সদস্যরা রয়েছেন কোয়ারেন্টাইনে। করোনা রুখতে রাজ্যে জারি লকডাউনের পুরোনো নির্দেশিকা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ওষুধপত্রের ক্ষেত্রে নিয়ম শিথিল রয়েছে। তবে জমায়েত করতে নিষেধ করা হচ্ছে বারংবার।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে শুক্রবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৭৩। মারণ ভাইরাসে দেশে মৃতের সংখ্যা ২০। করোনা গোষ্ঠী সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে জারি রয়েছে ২১ দিনের লকডাউন। আন্তর্জাতিক অর্থ সংস্থা জানিয়েছে, কোভিড-১৯-এর ফলে বিশ্ব গভীর আর্থিক সংকটের সম্মুখীন, যা ২০০৯-এর চেয়েও ভয়াবহ।
Be the first to comment