‘তারিখ পে তারিখ’ ফের আরজি কর মামলার শুনানি পিছিয়ে গেলো বৃহস্পতিবার’

Spread the love

রোজদিন ডেস্ক :- হিন্দি সিনেমার একটি সংলাপ আছে ‘তারিখ পে তারিখ’ সেই অবস্থা সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির। মঙ্গলের শুনানি পিছিয়ে হলো বুধের সকাল, সেটি পিছিয়ে হয় বুধের দুপুর, শেষমেষ সেটিও পিছিয়ে গেলো বৃহস্পতিবার। তবে সকালে না দুপুরে, কখন শীর্ষ আদালত আরজি কর মামলা শুনবে, তা এখনও স্পষ্ট হয়নি। আইনজীবীদের নিজেদের মধ্যে আলোচনা করে কোর্টকে সময় জানাতে বলেছেন প্রধান বিচারপতি।

গতকাল মঙ্গলবার দেশের উচ্চ আদালতে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই দিন মামলাটা শোনেন নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের পক্ষ থেকে জানানো হয় বুধবার সকালে প্রথমেই এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। কিন্তু বুধবার সকালে বেঞ্চ বসলেও আরজি কর মামলা শুনানির জন্য ওঠেনি। পরে জানা যায়, বুধবার বিকেল ৩টেয় এই সংক্রান্ত শুনানি শুরু হবে। কিন্তু বুধবার দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আরজি কর মামলা ওঠেনি। তারপরই এদিন বিকেল ৪টে নাগাদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ উঠে যায় মামলাটি না শুনেই। এরপরই প্রধান বিচারপতি জানান, সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যেতে হবে তাঁকে। তাই বৃহস্পতিবার মামলাটি তিনি শুনবেন।
এদিন মামলা পিছিয়ে যেতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল আগামী সপ্তাহে এই মামলার শুনানির তারিখ চান। আবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি জানান, সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু বুধবার মামলার কোনও অংশ শুনতে চায়নি বেঞ্চ। প্রধান বিচারপতি জানিয়ে দেন, বৃহস্পতিবার দুপুরে শুনানি হবে। এর পর সিব্বল আবার বলেন, বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টা নাগাদ শুনানি হলে ভাল হয়। এর পরেই প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘‘আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত কোর্টকে জানান। আগামিকাল শুনানি হবে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*