এশিয়া মহাদেশে অন্যান্য ধনী দেশগুলির তুলনায়, ভারতে হার্ট অপরেশনের খরচ অনেক বেশি ৷ যে দেশগুলির সঙ্গে তুলনা টানা হয়েছে, তার থেকে পাথা পিছু আয়ের নিরিখে ভারত অনেক পিছিয়ে ৷ পাথা পিছু আয়ের তুলনায় দক্ষিণ কোরিয়ার থেকে ভারত প্রায় পাঁচগুণ পিছিয়ে থাকলেও ভারতে হার্ট সার্জারির খরচ কয়েকগুণ বেশি ৷ ভারতের প্রায় ৫০টি হাসপাতালের ওপর সমীক্ষা চালানো হয়, যার মধ্যে অধিকাংশই বেসরকারি নার্সিংহোম রয়েছে ৷ সমীক্ষায় কিছু সরকারি হাসপাতালও রয়েছে ৷
২০১১-২০১৪র এই সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে হার্টের যে কোন চিকিৎসায় দক্ষিণ কোরিয়া বা ভিয়েতনামের তুলনায় ভারতে খরচ করতে হয় অনেক বেশি ৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে চিনের কথাও ৷ চিনেও হার্টের চিকিৎসা ব্যয়বহুল তবে তুলনায় ভারতের থেকে কম বলেই মত গবেষকদের ৷ ভারতের থেকে চিনের পাথা পিছু আয় প্রায় আড়াইগুণ বেশি ৷ কিন্তু তুলনায় চিকিৎসার খরচ ১৩ থেকে ২৫ শতাংশ বেশি ৷
বিএমসি কার্ডিওভাকুলার ডির্সডার-এ প্রকাশিত এই গবেষণায় তুলে ধরা হয়েছে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস সার্জারি এবং সিআইসিইউ-র খরচ ৷ এখানেই দেখা গিয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টির খরচ চিনের তুলনায় ভারতে প্রায় দুগুণ বেশি এবং দক্ষিণ কোরিয়ার থেকে চারগুণ বেশি ৷ তবে ২০১৭-এ কার্ডিয়্যাক স্টেন্টের খরচে লাগাম টানে দেশের ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলি ৷ মনে করা হচ্ছে এর ফলে ভারতে কিছুটা কমবে হার্টের চিকিৎসার খরচ ৷ এমনই মত চিকিৎসকদের ৷
Be the first to comment