
রোজদিন ডেস্ক, কলকাতা:- যেখানে সেখানে পান গুটখার পিক ফেলার দিন এবার শেষ! এমন কাজ করলে দিতে হবে মোটা অংকের জরিমানা। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এ কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ‘পান বা গুটখা খেয়ে যেখানে সেখানে পিক ফেললে মোটা অংকের জরিমানা দিতে হবে। আগামী বাজেট অধিবেশনে এমনই বিল আনতে চলেছে রাজ্য সরকার।’ পুর আইনে পানের পিক, থুতু ফেলা নিয়ে জরিমানার উল্লেখ রয়েছে। অতীতে বহু জায়গায় এ বিষয়ে জরিমানা নেওয়াও হয়েছে। কিন্তু এবারে সরকার আরও কঠোরভাবে সবটা সামলাতে চাইছে।
সম্প্রতি এই নিয়ে কড়া অবস্থান নিয়েছে মুম্বই, পুণে, তেলেঙ্গানা। এই রাজ্যগুলিতে শুরু হয়েছে জরিমানা নেওয়া। এবার সেই পথেই হাঁটতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে যে আইন আছে, তাতে তিনি সন্তুষ্ট নন। আরও কড়া আইনের কথা বলেছেন এবার।
উল্লেখ্য, এদিন মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেখানে বিএসএফদের জমি দেওয়া নিয়েও আলোচনা হয়। সূত্রের খবর, আগামী দিনে জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ০.০৫ একর এবং মালদহের নারায়ণপুরে ১৯.৭৩ একর জমি বিএসএফকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যা একাধিক জঙ্গি এবং অনুপ্রবেশকারী ধরা পড়ার প্রেক্ষিতে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Be the first to comment