
রোজদিন ডেস্ক, কলকাতা:- বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আগামী ৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে কালবৈশাখী শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।এপ্রিল মাসেই বঙ্গোপসাগরে তৈরি হবে দুটি নিম্নচাপ। এরফলে একটি নিম্নচাপ পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে।
রবিবার কলকাতার তাপমাত্রা ২৮ থেকে ৩৭ ডিগ্রী মধ্যেই ছিল। আজ হালকা মেঘলা আকাশ থাকলেও,দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে খানিক বেশি।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারতেও। তবে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। ঝড়বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।বৃষ্টির সঙ্গে বইতে পারো দমকা হাওয়া। পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
অর্থাৎ এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে বর্জবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
Be the first to comment