
রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রকৃতির রোষানলে জম্মু কাশ্মীর। ভূমিধসের সঙ্গে বৃষ্টিতে লণ্ডভণ্ড ভূস্বর্গ।
জম্মু ও কাশ্মীরের রামবানে মেঘ ভাঙ্গা ও ভারী বৃষ্টির ফলে ভূমিধসে এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। শ্রীনগর-জম্মু, শ্রীনগর-লেহ ও কার্গিল-শ্রীনগর সড়ক বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। লাদাখ ও কাশ্মীরের উচ্চাঞ্চলে তুষারপাত বিদ্যুৎ ও টেলিযোগাযোগে বিঘ্ন ঘটিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেন, “জেলা প্রশাসনের তৎপরতায় বহু জীবন রক্ষা পেয়েছে। ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।” তিনি আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। গুরেজ, কার্গিল ও সোনামার্গে তুষারপাত অব্যাহত থাকায় কার্গিল-শ্রীনগর সড়কও বন্ধ। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, রামবান ও কিশতওয়ারে বৃষ্টি অব্যাহত থাকবে, কাশ্মীরে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
ঝিলাম নদীর জলের স্তর বাড়লেও বন্যার আশঙ্কা নেই। তবে, ঝুঁকিপূর্ণ এলাকায় আকস্মিক বন্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছে, এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Be the first to comment