সপ্তম দফায় কোন কোন হেভিওয়েট? জানুন বিস্তারিত

Spread the love

আগামীকাল সপ্তম দফার নির্বাচন। এই দফায় নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে রয়েছে কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, বালুরঘাট, কুশমন্ডির মতো আসন। 

ভবানীপুর কেন্দ্রে এবার লড়ছেন না তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। এই কেন্দ্রে তাঁর সঙ্গে টক্কর বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের।

রাসবিহারীতে বিজেপির প্রার্থী সুব্রত সাহা। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাশীস কুমার। কলকাতা বন্দরে ভাগ্য নির্ধারন হবে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের।

বালিগঞ্জে এবারও লড়াইয়ের ময়দানে তৃণমূল প্রার্থী তথা পোড়খাওয়া রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়ের। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিম। 

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় এবার সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষের লড়াই। পাণ্ডবেশ্বর আসনে ভাগ্য নির্ধারন হবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী জিতেন্দ্র তিওয়ারির।  দুর্গাপুর পূর্বে নজর থাকবে সিপিএম প্রার্থী  আভাস রায়চৌধুরীর দিকে। 

আসানসোল উত্তরে ভাগ্য নির্ধারন হবে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের। আসানসোল দক্ষিণ আসনে দুই সেলিব্রিটির লড়াই। তৃণমূলের সায়নী ঘোষ ও বিজেপির অগ্নিমিত্রা পাল এই আসনে প্রার্থী। 

বালুরঘাটে বিজেপি প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। এই আসনে তৃণমূল প্রার্থী বিশিষ্ট আইনজীবী  শেখর দাশগুপ্ত। সংযুক্ত মোর্চার আরএসপি প্রার্থী সুচেতা বিশ্বাস। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*