নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধীর সঙ্গে সহমত পোষণ করলেন অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী। তিনিও ১২ বছরের কমবয়সিদের ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করলেন। তিনি ট্যুইট করে জানান, দৈনিক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, আমাদের দেশের সব জায়গায় ধর্ষণ হচ্ছে। কাঠুয়া, উন্নাও এই দীর্ঘ লজ্জার তালিকার দু’টি অংশ মাত্র। এমন ধর্ষণকারীদের কি মানুষ বলা যায়? তারা পশুর মতোই তাণ্ডব চালাচ্ছে। জঘন্য অপরাধের জন্য তাদের ফাঁসি দেওয়া উচিত।
প্রসঙ্গত, শুক্রবারই মানেকা গান্ধী বলেন, তিনি নিজের দফতরের আধিকারিকদের পকসো আইন সংশোধন করে ১২ বছরের কমবয়সিদের ধর্ষণের ক্ষেত্রে ফাঁসির সংস্থানের ব্যবস্থা করতে বলেছেন। সেই মতামতকেই সমর্থন করে সাংসদ হেমা মালিনী বলেন, যে পশুরা শিশু ও সদ্যোজাতদেরও রেহাই দেয় না, তাদের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ হওয়া উচিত।
Be the first to comment