একসাথে ঘুরতে গিয়ে মদ্য পান করিয়ে যুবতীকে ধর্ষণ করলেন তার বন্ধুরাই

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আট বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী! চারবন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের আসানসোল মহিলা থানায়। অভিযুক্তরা পলাতক। এক অভিযুক্তের বাবা-মাকে আটক করা হয়েছে। নির্যাতিতা দুর্গাপুর ইএসআই হাসপাতালে ভর্তি।

যুবতীর মামা বাড়ি আসানসোলে। সেখানেই পড়াশোনা করেন তিনি। যুবতী আসানসোল গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। কয়েকদিন আগে চারবন্ধু ও চার বান্ধবী মিলে বাঁকুড়ায় ঘুরতে যান। ওই দলে নির্যাতিতার মাসতুতো বোনও ছিল। তাঁরা প্রত্যেকেই বাঁকুড়ার শালতোড়া থানার বিহারীনাথ পাহাড়ের রিসোর্টে ওঠেন। অভিযোগ, সেখানে যুবতীকে মাদক খাইয়ে গণধর্ষণ করে চারবন্ধু। তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাড়িতে দিয়ে যায় অভিযুক্তরাই। প্রথমে বিষয়টি বাড়িতে বলতে চাননি যুবতী।
আসানসোল মহিলা থানায় আকাশ, অভিষেক, চন্দন, রোহিত নামের চারবন্ধুর নামে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযুক্তদের বাড়ি আসানসোলের ইসমাইল এলাকায়।
এদিকে নির্যাতিতা দুর্গাপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন শুনে দেখা করতে যান বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে দেখা করতে দেয়নি। এনিয়ে হাসাপাতালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। পরে পুলিশ ও হাসাপাতালের সুপার দেবাঞ্জন বক্সীর হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। সুপার জানিয়েছেন, “এতজন একসঙ্গে দেখা করতে পারেন না। পুলিশের অনুমতিও নেওয়া হয়নি। এভাবে দেখা করতে দেওয়া যায় না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*